• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

স্কুলছাত্রীর চিকিৎসার সাহায্যের জন্য আবেদন

আরটিভি নিউজ

  ৩০ জানুয়ারি ২০২১, ১৭:১০
Schoolgirls, apply, medical, help
স্কুলছাত্রীর চিকিৎসার সাহায্যের জন্য আবেদন

রাজধানীর মিরপুরস্থ বিসিআইসি কলেজের স্কুল শাখার নবম শ্রেণির মেধাবী ছাত্রী হুমায়রা জাহান হূদিতা হার্টের জটিল ভিএসডি ও পিডিএ রোগে ভুগছে। বর্তমানে তার অক্সিজেনের মাত্রা কমতে থাকায় শরীর নীল হয়ে যাচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, জরুরি ভিত্তিতে তার অপারেশন করা প্রয়োজন। এজন্য ১৫/২০ লাখ টাকার প্রয়োজন। কিন্তু তার মা একই স্কুলের খণ্ডকালীন শিক্ষক তৌহিদা ইয়াসমিনের পক্ষে চিকিৎসার এই বিশাল ব্যয়ভার বহন করা সম্ভব নয়। আট বছর আগে তার বাবা বিসিআইসির সাবেক প্রশাসনিক কর্মকর্তা মো. ইউসুফ আলী মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। এর পর থেকে তার চিকিৎসার প্রায় বন্ধ হয়ে যায়। বর্তমানে সে বিএসএসএমএমইউর অধ্যাপক ডা. অসিত বরণ অধিকারীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

মেয়ের চিকিৎসার জন্য হূদিতার মা সমাজের বিত্তবান ও দানশীল মানুষের কাছে সাহায্যের আবেদন করেছেন। ঠিকানা: তৌহিদা ইয়াসমিন, সঞ্চয়ী হিসাব নম্বর: ১৫২২১০১০০৩৩৬১৫, প্রাইম ব্যাংক, মিরপুর-১ শাখা, ঢাকা, মোবাইল ও বিকাশ নম্বর: ০১৭৯৪৩৩৮৩৪২।

এফএ

মন্তব্য করুন

daraz
  • আসুন পাশে দাঁড়াই এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার সন্তানদের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় চান আমলারা
বস্তা থেকে বের হচ্ছিল দুর্গন্ধ, মিলল স্কুলছাত্রীর মরদেহ 
ভিক্ষাবৃত্তির জন্য শিশু নোমানের আঙুল পুড়িয়ে দেওয়া হয়
গ্রামীণফোন গ্রাহকদের জন্য সুখবর
X
Fresh